পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিগত আন্দোলন-সংগ্রামে গুম, খুন ও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রায় ৮০০জন নেতাকর্মীর জন্য এ উপহার সামগ্রী পাঠিয়েছেন। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এতে জায়নামাজ, তসবীহ, আতর, খেজুর, তেল, দুধ, চিনি, সেমাই, চাল, মসলা, বিস্কুট, ট্যাং, ঘি, ডালসহ ১৬টি পণ্য রয়েছে। সঙ্গে রয়েছে তারেক রহমান দেয়া ঈদ কার্ড।
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর পরিবারসহ আরও চারটি পরিবারকে ঈদ সামগ্রী পৌঁছে দেন দলটির নেতারা। ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনার কাছে দলের নির্বাহী সদস্য ওবায়দুর রহমান চন্দন ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল ঈদ উপহার পৌঁছে দেন। চট্টগ্রাম ছাত্রদলের নিহত নেতা নুরুল আলম নুরুর পরিবারকে দলের নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল, ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হাসান ঈদ সামগ্রী পৌঁছে দেন। এছাড়া বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীনের পরিবার, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দ্বীন ইসলামের পরিবারকেও উপহার দেওয়া হয়।
ময়মনসিংহে উপহার সামগ্রি বিতরণের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু বলেন, চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের বহু নেতা-কর্মী গুম, খুন, পঙ্গু হয়েছেন। তাদের পরিবারগুলো অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন, তাদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন এবং থাকবেন। আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বার্তা দিয়ে নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের কাছে পাঠিয়েছেন। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া ঈদ উপহার তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বার্তাও পৌঁছে দিচ্ছি। তিনি জানান, উপহার পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হয়ে পড়েন, পরিবারের প্রিয় মানুষটি হারানোর বেদনায় অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।