Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলশানে জাপার ইফতারে এরশাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৯, ১২:৪৫ এএম

রাজনীতিক, ঢাকায় কর্মরত বিদেশী কূটনীতিক, সাংবাদিক ও সমাজের বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টি চেয়ারম্যানের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল গুলশানের হোটেল ওয়েষ্টিনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দীর্ঘদিন পর তিনি জনসম্মুখে আসেন।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, মাহে মহজানের পবিত্রতায় সারাবিশে^ শান্তি প্রতিষ্ঠিত হোক। মাহে রমজানের শিক্ষায় আমাদের জীবন আরো উন্নত ও সম্বৃদ্ধ হোক।
অনুষ্ঠানে জার্মানীর রাষ্ট্রদূত মি. পিটার ফারহেন হোল্ড, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বুরদিন, ভূটানের রাষ্ট্রদূত সোনাম তবদেন রাগবি, ওমানের চার্জ দ্যা এ্যাফেয়ার্স তাবিদ সেলিম আব্দুল্লাহ আল আলাই, ভারতের ডেপুটি হাই কমিশনার বিশ^দিপ দে, চাইনিজ অ্যাম্বাসেডর, কাতারের অ্যাম্বাসেডর, আফগানিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, জাপানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির ফাষ্ট সেক্রেটারী, ডেনমার্ক দূতাবাসের প্রতিনিধি, নেপালের চার্জ দ্যা অ্যাফেয়ার্স, ভিয়েতনামের ফাস্ট সেক্রেটারী, লিবিয়ান অ্যাম্বাসির কাউন্সিলর সহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এছাড়া শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কৃষিমন্ত্রী ডা. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, রোকেয়া বিশ^বিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমূল্লাহ্, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান, লেফটেনেন্ট জেনারেল (অব.) আতিকুর রহমান, সাংবাদিকদের মধ্যে দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনকিলাবের ক্রীড়া সম্পাদক রেজাউর রহমান সোহাগ, সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি থেকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, হাবিবুর রহমান, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ আজম খান, এটিআউ তাজ রহমান, সোলেমান আলম শেঠ, আলহাজ্ব আতিকুর রহমান, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জেঃ অব. মাসুদ উদ্দিন চৌধুরী, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখ্ত, জাফর ইকবাল সিদ্দিকী, এমরান হোসেন মিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক রওশন আরা মান্নান এমপি, ক্বারী হাবিব উল্লাহ বেলালী, আশরাফ উদ দৌলা, মাহামুদুর রহমান মাহমুদ, শফিকুল ইসলাম জিন্নাহ, মোঃ আদেলুর রহমান আদেল, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মোঃ নাসির উদ্দিন, শেরিফা কাদের, সরদার শাহজাহান, শাফিন আহমেদ, নিগার রানী সুলতানা, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, নুরুল ইসলাম ওমর, জহিরুল আলম রুবেল, শফিকুল ইসলাম শফিক, হাসিবুল ইসলাম জয়, সুলতান মাহমুদ প্রমূখ। ##

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ