Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে স্টারলাইন বাসের ধাক্কায় মহিলা পথচারী নিহত, আহত ১০

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:২৬ পিএম

মীরসরাইয়ে স্টারলাইনের একটি বাস দুর্ঘটনায় পতিত হয়ে ১ মহিলা পথচারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বাসের অন্তত আরো ১০ যাত্রী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী হল উপজেলার নিজামপুর এলাকার পদুয়া গ্রামের শাহ আলম ভূঁইয়ার স্ত্রী সেতারা আক্তার (৩২)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকামুখি স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ভ- ১৪-৩২৭১) মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতালে এলে সড়ক পারাপারের সময় ঐ মহিলা পথচারীকে বাঁচানোর চেস্টা করলে বাসটি কাতহয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় বাসের পেছনের অংশের সাথে ধাক্কালেগে ঐ পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। এসময় বাসের ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হল-ফেনীর লেমুয়া এলাকার রাস (২৬) ও সাজেদা (৫০)। এবিষয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল আজম বলেন, ‘দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। গাড়ীটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। সড়কে কোন যানজট নেই।’ এবিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সোহেল সরকার বলেন, ‘দূর্ঘটনাকবলিত বাস এবং নিহতকে উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ