Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামাজিক নিরাপত্তা বিধানে ভাতা চালু করেছে সরকার

বয়স্ক ভাতার বই বিতরণকালে মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৩ এএম

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বয়োবৃদ্ধ-দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা চালু করছে সরকার। পরিবারের ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক সময় বয়স্ক মানুষের দায়িত্ব নেয় না। সেই মুহুর্তে তারা যে ভাতা পাচ্ছেন, এটা একটা মহৎ উদ্যোগ। গতকাল (সোমবার) সমাজসেবা কার্যালয়ের আওতায় ১৭নং বাকলিয়া ওয়ার্ড এলাকায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে চলতি বছরে বরাদ্দকৃত ৮৯জন বয়স্ক ভাতা ভোগী ও ৩৮জন প্রতিবন্ধীদের হাতে ভাতার বই তুলে দেয়া হয়। ভারপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইয়াসিন চৌধুরী আশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভীন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান-আল-মাহমুদ, মোহাম্মদ ঈসা, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুসা, সমাজসেবা কর্মকর্তা মিনা শুক্লা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামাজিক নিরাপত্তা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ