Inqilab Logo

শনিবার, ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সামাজিক নিরাপত্তার আওতায় ২৫০ কোটি মানুষ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৮, ১২:০০ এএম

বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৫০ কোটি মানুষ বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রয়েছে। এ ছাড়া এ কর্মসূচির ফলে অন্তত পাঁচ কোটি মানুষ অতিদারিদ্র্য পরিস্থিতি থেকে বের হতে পেরেছে।
সামাজিক নিরাপত্তা বিষয়ক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে। বিশ্বব্যাংক বলছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ২৫০ কোটি মানুষের মধ্যে অতিদরিদ্রের সংখ্যা ৬৫ কোটি। বিভিন্ন দেশে এ ধরনের কর্মসূচি দারিদ্র্য বিমোচনে বড় অবদান রাখছে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বড় ভূমিকা রাখছে। নগদ ও বিভিন্ন আকারে অর্থ স্থানান্তর, স্কুলে খাদ্য সরবরাহের মতো কর্মসূচি দারিদ্র্য বিমোচনের পাশাপাশি আয়বৈষম্যও কমাচ্ছে।
প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশ ২০১৫ সালে জিডিপির মাত্র শূন্য দশমিক ৭৩ শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় করেছে, যা অন্যান্য অনেক দেশের চেয়ে কম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সামাজিক নিরাপত্তা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ