Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাইলট হতে চান ৯৩ বছর বয়সী বৃদ্ধা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

কথায় বলে- ‘শখের তোলা আশি টাকা’। শখ পূরণে মানুষ কিনা করে। তেমনি এক দৃষ্টান্ত দেখালেন লন্ডনের এক বৃদ্ধাশ্রমের বাসিন্দা মলি ম্যাকার্টনি। সবে ৯৩ বছরে পা দিলেন। কিন্তু এই বয়সে বেশ শক্ত তিনি। তাই নিজের জন্মদিনে মলি ম্যাকার্টনির শখ হয়- বিমান নিয়ে উড়বেন আকাশে। মৃত্যুর আগে একবার হলেও বৈমানিক তকমা লাগাতে চান নিজের নামের পাশে। শখ পূরণে লন্ডনের একটি বিমানঘাঁটিতে এখন বিমান চালনা শিখছেন মলি। পাইলটের পাশে বসে কয়েকবার আকাশে উড়েছেনও। তিনি বলেন, ‘ইংল্যান্ড এত সুন্দর, আকাশে না উড়লে আমি জানতামই না, যে প্রকৃতির ৫০ রকম রূপ।’ এই বয়সে এসে মলির এমন শখ কেন হলো সে বিষয়ে জানা গেছে, রোমাঞ্চকর জীবন বরাবরই পছন্দ মলির। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন নৌসেনা। এ বিষয়ে মলি বলেন, ‘আমি একজন যোদ্ধা। অন্য নারীরা যা জানেন না, তার অনেক কিছুই আমি দেখেছি, উপলব্ধি করেছি।’ বিমান চালানো ইচ্ছাটা কর্মজীবন থেকেই ছিল বলে জানান মলি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাইলট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ