Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই, অনেক ক্ষয় ক্ষতির আশংকা

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ২:৫৮ পিএম

ভোলা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম ইলিশা বিশ্বরোড এলাকার হাওলাদার মার্কেটে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানাযায়, রাত ৩টার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা বিশ্ব রোড সংলগ্ন হাওলাদার বাজারের মো. রিয়াজের ওষুধের ফার্মেসী থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই মো. রিয়াজের ফার্মেসী, জসিমের মুদি দোকান, মোতাহার, সাদেক ও লোকমানসহ প্রায় ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে ইনকিলাবকে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় মিলে প্রায় ১৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরী করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ