Inqilab Logo

মঙ্গলবার , ০৩ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

লখনৌতে বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের লখনৌতে একটি হোটেলে আগুন লেগে আটকে পড়েছেন আবাসিকরা। হোটেলটি লখনৌর হজরতগঞ্জ এলাকায়। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল হোটেলটিতে আজ সোমবার সকালে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন। জানালা ভেঙে তাদের বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এক ভিডিওতেই ধরা পড়েছে হোটেলে আগুন লাগার দৃশ্য। তাতে দেখা যায়, হোটেলের চারিদিক থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতেই আগুন লেগেছে। হোটেলের জানালা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকলকর্মীদের। লখনৌর ওই হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে খুব কাছেই সিকান্দার বাগ, ছত্তর মঞ্জিল প্যালেস এবং নবাব ওয়াজেদ আলি শাহ জুওলজিক্যাল
গার্ডেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লখনৌতে বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ