Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরের আব্দুলপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১:২১ পিএম

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
এতে কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন।
তিনি আরো জানান, সকালে সারে ১০ টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। ট্রেনের ইঞ্জিন ঘুড়িয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ থেকে ধোয়া বের হয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ইঞ্জিন বিকল হওয়ায় ইতিমধ্যে ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন এসে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে ট্রেনটি। বিকল হওয়া ইঞ্জিনটি বর্তমানে আব্দুলপুর জংশনে রয়েছে প্রকৌশলীরা এসে ইঞ্জিনটি পরীক্ষা নিরিক্ষা করবেন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে অগ্নিকাণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ