Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্থিক অনুদান পেলেন দুস্থ ক্রীড়াবিদরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ৯:১৩ পিএম

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের ১ হাজার ৫০ জন দুস্থ ক্রীড়াবিদ আর্থিক অনুদান পেলেন। রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এসব দুস্থ ক্রীড়াবিদ এবং তাদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দীন, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও বরেণ্য ক্রীড়াবিদরা।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শুধু একজন সাহসী যোদ্ধা ও সফল রাষ্টনায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ ক্রীড়াবিদও। জাতির এই শ্রেষ্ঠ সন্তান তরুণ বয়সে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তিনি ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে ফুটবল মাঠ মাতিয়েছেন।’

জাহিদ আহসান রাসেল আরো বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে ১০৫০ জন ক্রীড়াসেবীকে ১৫ হাজার করে মোট ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে ২০১০-১১ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত মোট ৪১৮৬ জন অসচ্ছল, আহত ও দুস্থ ক্রীড়াবিদদের ৫ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।’

এবার (২০১৮-১৯ অর্থ বছর) বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এককালীন অনুদান দেয়ার লক্ষ্যে অনলাইনে আবেদন আহ্বান করেছিল। ১৭৬২ জন আবেদনকারীর মধ্য থেকে যাচাই-বাছাই করে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বাছাই কমিটি ১০৫০ জনের নাম চূড়ান্ত করে। যাদের হাতে রোববার অনুদানের অর্থ তুলে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক অনুদান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ