Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাসিরনগরে ২৯ জন জটিল রোগীর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৫:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্যান্সার,কিডনি ও লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২৯ জন রোগীর মধ্যে চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজ কল্যান মন্ত্রণালয়ের বরাদ্দকৃত উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব চেক বিতরণ করা হয়। আজ সোমবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাব চত্বরে সমাজ কল্যান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ১৫ জনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। বাকিদের ১৪টি চেক বাড়ি বাড়ি পৌছে দেয়া হবে। অনুষ্ঠানে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন করোনা ভাইরাস মোকাবেলায় নাসিরনগরবাসীর জন্য যা যা করা প্রয়োজন তাই করা হবে। তাই করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন,গণজমায়েত এড়িয়ে চলুন এবং সকলকে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান। পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবান মানুষসহ যারা জনগনের পাশে এগিয়ে আসছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

চেক হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,ওসি তড়ন্ত কবির হোসেন,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমানসহ অনুদান গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক অনুদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ