Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু বিকাশ কেন্দ্র স্কুলকে মিডল্যান্ড ব্যাংকের আর্থিক অনুদান

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ঢাকার রায়ের বাজারে অবস্থিত জন্টা ক্লাব ঢাকা ওওও পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলকে ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। সম্প্রতি ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিশু বিকাশ কেন্দ্র স্কুলের প্রধান শিক্ষিকা বিলকিস বারী এর নিকট আর্থিক অনুদানের চেক হস্থান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লি.-এর সম্মানিত চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য নিলুফার জাফরউল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান এবং জন্টা ক্লাব ঢাকা ওওও এর প্রেসিডেন্ট রিহানা আসরাফ ও ট্রেজারার শাহানাজ শাহাব। ১৯৮৯ সানে প্রতিষ্ঠিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলটিতে সমাজের দুস্থ, সুবিধা বঞ্চিত শিশু কিশোর কিশোরী শিক্ষার পাশাপাশি বয়স্ক মহিলাদেরও শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। বর্তমানে স্কুলটিতে সমাজের সুবিধা বঞ্চিত ১৩০ জন ছাত্র-ছাত্রী প্রাথমিক শিক্ষা এবং ৩০ জন ছাত্রী মাধ্যমিক শিক্ষা গ্রহণ করছে। ব্যাংক, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন কর্মকা-ে তার সম্পৃক্ততার অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) ২০১৬ এর আওতায় প্রতিষ্ঠানটিকে এই আর্থিক অনুদান প্রদান করে। এ সময় আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, প্রধান তথ্য কর্মকর্তা মুহাম্মদ এইচ কাফি সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু বিকাশ কেন্দ্র স্কুলকে মিডল্যান্ড ব্যাংকের আর্থিক অনুদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ