মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভূমধ্যসাগর থেকে ২৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। শুক্রবার এসব অভিবাসন প্রত্যাশীকে উদ্ধারের কথা নিশ্চিত করেছে তারা। এর একদিন আগেই জার্মান একটি দাতব্য সংস্থা একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ডুবন্ত একটি ভেলার ওপর কয়েক ডজন লোক রয়েছেন এবং সাগরে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আরও বেশ কিছু মানুষ। লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, তারা বৃহস্পতিবার একটি রাবারের ডুবন্ত নৌকার খবর জানতে পারেন। ওই নৌকাডুবির পর অধিকাংশ অভিবাসন প্রত্যাশী নৌকা অবশিষ্টাংশ ও প্লাস্টিকের ব্যারেলের সাহায্যে ভেসে ছিলেন। শুক্রবার লিবিয়ার প্রেস সেন্টারের অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে বলা হয়, ওই নৌকায় ছয়জন নারী ও একজন শিশুসহ ৮৭ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। এর আগে বিচ্ছিন্ন আরেক ঘটনায় দুটি রাবারের নৌকাডুবির ঘটনায় ২০৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে কোস্টগার্ড। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।