Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৩ এএম

১২ লাখ টাকা নিয়ে পালানোর সময় ধরা পড়ল ছিনতাইকারী। ঘটনা ঘটেছে রাজধানীর খিলক্ষেত এলাকা। আবু এহসান ফয়সাল নামের এক ব্যক্তির কাঁধের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল দুই ছিনতাইকারী। ওই ব্যাগে ছিল টাকা। ওই দুই ছিনতাইকারীকে ধরতে তার পেছন পেছন দৌড়াচ্ছিলেন ফয়সাল নিজেই। ঠিক এসময় র‌্যাব-২ এর একটি টহল গাড়ি দেখতে পান ফয়সাল। তিনি বিষয়টি র‌্যাব সদস্যদের জানালে তারা ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয়জনকেও পরদিন আটক করা হয়।গতকাল শনিবার দুপুরে তথ্যটি জানান র‌্যাব -২ এর সহকারি পুলিশ সুপার (এএসপি) শহিদুল ইসলাম।
তিনি বলেন, ঘটনাটি গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটেছে। টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী ফয়সাল টহলরত র‌্যাব সদস্যদেরকে বিষয়টি জানান। ফয়সাল ১২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে খিলক্ষেতের হোটেল রিজেন্সীর পাশের রাজউক ট্র্রেড সেন্টারে যাচ্ছিলেন। গাড়িটি পার্কিং করে ভবনে ঢোকার সময় ছিনতাইকারীদের একজন আহমদ মোস্তফা হাবীব (৩২) ফয়সালের কাঁধে থাকা ব্যাগটি টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাইকারী আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ