Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় পরিবহন কাউন্টারে চাঁদা দাবী, ২৬ জনের বিরুদ্ধে মামলা

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৮:১২ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পরিবহন কাউন্টারে দাবীকৃত চাঁদা না পেয়ে লুটপাট ও মারধর করে দুই কর্মচারীকে রক্তাক্ত জখম করেছে দূবৃত্তরা। এঘটনায় ২৬জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা (নং-৮৬) দায়ের করেছেন উত্তবঙ্গ এক্সপ্রেস পরিবহন কাউন্টারের মালিক রাজা মোল্লা।
মামলায় আমীর আলী ভুইয়া, সাইমন সরকার, মো: রিয়াজ, রিয়াদ মোল্লা, লিমন সরকার, সামাল মিয়া, কামরুল, উজ্জল সরকার ওরফে নবু, আরিফুল ইসলাম ওরফে সেকান্দার, মফিজুল ইসলঅম মুন্না, ইসলাম হোসেন, মো: সুলতান, গাউস, শাহীন মন্ডল, সোহাগ, মামুন হোসেনসহ আরও অজ্ঞাতনামা ১০জনকে আসামী করা হয়েছে।
মামলার বিবরনে জানাগেছে, আশুলিয়া বাইপাইল এলাকায় অবস্থিত উত্তবঙ্গ এক্সপ্রেস নাম পরিবহন কাউন্টারে কিছুদিন যাবৎ কাউন্টার মাস্টার জাহাঙ্গীর আলম ও রুমেলের নিকট ৫০হাজার টাকা ও প্রতিগাড়ীতে ৬০০টাকা করে চাঁদা দাবী করে আসছিল দূবৃত্তরা।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দুই জন কাউন্টার মাস্টারকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে তারা কাউন্টারে ঢুকে নগদ এক লাখ ৭০হাজার টাকা, দুটি মোবাইলফোন হাতিয়ে নেয়। তখন আহতদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে দূবৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভার

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ