Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ধামরাইয়ে মাদ্রাসার ক্যাশিয়ারকে কুপিয়ে জখম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৯, ৩:৪০ পিএম

ঢাকার ধামরাইয়ে মাদ্রাসার জমি দখলে বাধা দেয়ায় সাবেক ক্যাশিয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমসহ আরো ২জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আজ শনিবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলা সোমভাগ ইউনিয়নের কুলিন্দা এমদাদুল উলুম মাদ্রাসায় জনৈক মহিলার দানকৃত প্রায় ৫০শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে করে আসছিল মাদ্রাসা কর্তৃপক্ষ। এরমধ্যে একই এলাকার মৃত বাগু মিয়ার ছেলে বেলায়েত হোসেন ও দেলোয়ার হোসেন নিজেদের জমি দাবী করে ওই জমিতে গাছের চারা রোপন করে। এ চারা গাছ মাদ্রাসার লোকজন উঠিয়েও ফেলে। আবার গাছের চারা রোপন করতে এলে মাদ্রাসার লোকজন বাধা দেয়ায় জমির দাবীদার বেলায়েত হোসেন ও দেলোয়ার হোসেন মাদ্রাসার সাবেক ক্যাশিয়ার ভুরবাড়িয়া গ্রামের আব্দুল আলীম(৫৮)কে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। এসময় ওয়াজেদ(৩৫)ও ইউসুফকে পিটিয়ে আহতকরে। রক্তাক্ত অবস্থায় আব্দুল আলীমকে ধামরাই ইসলামপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভার

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ