মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বিশাল ব্যবধানে হারের পর পদত্যাগের কথা ভাবছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইতোমধ্যে এ বিষয়ে নাকি প্রস্তাবও দিয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, লোকসভা নির্বাচনে লজ্জাজনক হার এবং নিজেদের এলাকা হিসেবে পরিচিত অমেঠিতে হারের পর কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর জন্য বৃহস্পতিবারই তিনি প্রস্তাব দেন।
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, মা সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতাকে রাহুল বলেছেন, নির্বাচনে হারার সম্পূর্ণ দায় তার এবং দলীয় সভাপতির পদ থেকে তিনি অব্যাহতি চান।
সূত্র জানায়, রাহুল গান্ধীর প্রস্তাব নিয়ে আলোচনা করতে সপ্তাহখানেকের মধ্যেই বৈঠকে বসার আভাস দিয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। যদিও রাহুল গান্ধীর পদত্যাগের এই খবরকে উড়িয়ে দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।