মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ। ৫৪৩ আসনের লোকসভায় যে ৫৪২টি আসনে নির্বাচন হয় তার মধ্যে এনডিএ জিততে চলেছে ৩৫০ আসনে। একশ’রও কম আসনে এগিয়ে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট। কমপক্ষে ১২টি রাজ্যে কোন আসনই পাচ্ছে না কংগ্রেস এটা নিশ্চিত। এমতাবস্থায় পরাজয় স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নির্বাচনী ফলাফল পরবর্তী দলীয় অবস্থান জানাতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সংবাদ সম্মেলনে এই হার মেনে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে শুভেচ্ছা জানিয়ে রাহুল গান্ধী বলেন, ‘দেশের মানুষের রায়কে স্বাগত। নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। পরাজিতদের বলছি ভয় পাবেন না। এটা দুই দলের মতাদর্শের লড়াই। আমরা ঘুরে দাঁড়াব।’ ভোটে পরাজয়ের পর রাহুল গান্ধী ইউপিএ চেয়ার পারসন সোনিয়া গান্ধীর কাছে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। এদিকে বাংলাদেশে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ক্ষমতাসীন তৃণমূল সামান্য এগিয়ে থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। তৃণমূল ২৩টি আসনে এগিয়ে রয়েছে, অপরদিকে বিজেপি এগিয়ে ১৮টিতে। কংগ্রেস পেতে যাচ্ছে মাত্র একটি আসন। প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির ছেলে তার আসনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের কাছে হেরে যাওয়ায় শুধুমাত্র বহরমপুরে অধির চৌধুরীর আসনটি যাচ্ছে কংগ্রেসের ঝুলিতে। বলার অপেক্ষা রাখে না, দীর্ঘ কাল পশ্চিমবঙ্গ শাসন করা বাম মোর্চা নির্মূল হয়ে গেছে।
২০১৪ সালের চেয়ে এবার সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছে বিজেপি। দেশটির জাতীয় এই নির্বাচনে তিন শতাধিক আসনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে হিন্দুত্ববাদী এই রাজনৈতিক দল।
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জয়ী হওয়া নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল এক টেলিগ্রাম বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট শুভেচ্ছা জানান। আর এক বার্তায় মোদিকে অভিনন্দন জানান চীনের প্রেসিডেন্ট। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, শ্রীলঙ্গার প্রধানমন্ত্রী রানিল বিক্রেমাসিঙ্গে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনিয়াহু।
এক্সিট পোল জরিপে ভরাডুবির আভাস দেয়া হলেও পাত্তা দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফল স্পষ্ট হতেই অত্যন্ত পরিমিত প্রতিক্রিয়া দিয়েছেন। গোটা প্রক্রিয়াটা মেটার আগে পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া তিনি দেবেন না, টুইটারে এই রকম ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘জয়ীদের অভিনন্দন। কিন্তু যারা হেরেছেন, তারা সবাই হারেননি। আমাদের একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে হবে এবং তার পরে আমরা আমাদের মতামত আপনাদের জানাব।’ এতেই শেষ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের শেষ বাক্যে তিনি লিখেছেন, ‘গণনা প্রক্রিয়া শেষ হতে দিন এবং ভিভিপ্যাট মিলিয়ে দেখতে দিন।’
উত্তর প্রদেশে গেরুয়াদের শক্ত ঘাঁটি তছনছ করে দেয়ার লক্ষ্য স্থির করেছিল কংগ্রেস। এবার এ জন্য লোকসভা নির্বাচনের আগে দলে আনুষ্ঠানিকভাবে টেনে নেয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্রকে। হাই প্রোফাইল প্রচারণা হয়েছে এ রাজ্যে। এ রাজ্যের বারানসি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন। আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসন গোরকপুর। এখানে কংগ্রেসের যুব শক্তির মধ্যে উত্থান ঘটাবেন প্রিয়াংকা এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু যে ফল পাওয়া যাচ্ছে তাতে প্রিয়াংকা গান্ধীর প্রভাব মোটেও কাজ করেনি এ রাজ্যে। বরং এ রাজ্যে কংগ্রেসের দ‚র্গ আমেঠিতে হেরে গিয়েছেন তার ভাই ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
উত্তর প্রদেশে লোকসভার আসন মোট ৮০টি। প্রাথমিক ফলে বিজেপি এগিয়ে আছে ৬০টিরও বেশি আসনে। এখানে মায়াবতী-অখিলেশ যাদব যে জোট করেছিলেন তার ফল খুব সুখকর নয়। তাদের জোট এবার জিতেছে ১৭টি আসন। ২০১৪ সালে বিজেপি এখানে ৭৩টি আসনে জয়ী হয়েছিল। তাদের সঙ্গে ছিল মিত্র আপনা দল। কিন্তু এবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা এগিয়ে আছে ৬০টিরও বেশি আসনে।
কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, সন্তোষ গঙ্গাওয়ার সহ বিজেপির অনেক রথি মহারথি এখানে তাদের প্রতিদ্ব›দ্বীদের থেকে এগিয়ে আছেন। পিলিভিটে মা মানেকা গান্ধীর আসনে নির্বাচন করেছেন গান্ধী পরিবারের আরেক উত্তরসূরি বরুণ গান্ধী। তিনিও এগিয়ে আছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী রীতা বহুগুনা যোশি নির্বাচন করছেন এলাহাবাদ থেকে। তিনিও এগিয়ে আছেন। রাজ্যে পারিবারিক রাজনীতি সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবের। তারা ভাল করছে। মুলায়ম সিং যাদব এগিয়ে আছেন মেইনপুরিতে। আর ছেলে অখিলেশ যাদব এগিয়ে আছেন আজমগড়ে। অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব কান্নাউজ থেকে পুনঃনির্বাচন করছেন। তিনিও এগিয়ে আছেন।
পদত্যাগ করছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নাইডু
বিজেপির সঙ্গ ছাড়ার পর দেশজুড়ে মহাজোট গঠনের তদবির করেছিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু নিজের রাজ্যই বাঁচাতে পারলেন না তেলুগু দেশম পার্টির প্রধান। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নাইডু। লোকসভার সঙ্গে অন্ধ্রপ্রদেশ বিধানসভার ভোটে একেবারে ধরাশায়ী হলেন নাইডু। প্রাথমিক ভোটপ্রবণতায় স্পষ্ট, জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস বিজয়ী হতে চলেছে। এখনও পর্যন্ত ১৪৯টি আসনে এগিয়ে ওয়াইএসআর কংগ্রেস। আর চন্দ্রবাবু টিডিপি এগিয়ে ২৫টি আসনে। ১টি আসনে এগিয়ে কন্নড় সুপারস্টার পবন কল্যাণের জনসেনা পার্টি।
লোকসভার ফলে তো আরও করুণ দশা চন্দ্রবাবুর। রাজ্যের ২৫টি আসনের মধ্যে ২৫টিতেই এগিয়ে ওয়াইএসআর কংগ্রেস। ভোটপ্রবণতায় পরাজয় নিশ্চিত হতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের মসনদে অভিষেক হতে চলেছে জগন্মোহন রেড্ডির। রাজনৈতিক মহলের মতে, প্রথম থেকে মোদী-শাহের দিকে ঝুঁকেছিলেন জগন্মোহন। এনডিএ-তে যোগ দিতে পারেন তিনি। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।