Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

বান্দরবানে আ.লীগ নেতাকে অপহরণ

বান্দরবান থেকে স্টাফ পিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

বান্দরবান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আ.লীগের সহ-সভাপতি চথোয়াইমং মারমাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ১১টার দিকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে তাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বিকালে তিনি চড়ুইপাড়া এলাকার নিজ খামার বাড়িতে গেলে রাত সাড়ে ৯টার দিকে বান্দরবান ফেরার পথে তাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনার পরপরই বান্দরবানের জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশৈহ্লার নেতৃত্বে আ.লীগ নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। এ বিষয়ে বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক ভ‚ইয়া বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। খোঁজ নিচ্ছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আ.লীগ

১২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ