Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় তৃণমৃল বিএনপির ব্যানারে খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ২:৪২ পিএম

বিএনপি চেয়ারারসন বেগম খালেদা জিয়ার মুক্তি , নবগঠিত বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিল ও বহিস্কুতদের ফিরিয়ে নেয়ার দাবীতে ৭ম দিনের মতো তালাবদ্ধ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির তৃনমূল নেতাকমীর্র ব্যানারে বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেন। এসময় তারা বক্তব্যে বলেন, যারা বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মাঠে ছিল না তাদের নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের হাইকমান্ড কে ভুল বুঝিয়ে এক এগারোর সংস্থারপহ্নী সাবেক এমপি জিএম সিরাজকে আহবায়ক করা হয়েছে। এ ছাড়া আরো অনেকে রয়েছেন যারা বিগত দিনের কর্মসূচীতে অংশ না নিয়ে এসি রুমে আরাম আয়েশ করেছেন। কিন্তু ত্যাগী ও পরীক্ষিতদের কমিটিতে রাখা হয়নি। তাই অবিলম্বে নতুন আহবায়ক কমিটি গঠন করতে হবে। তারা আরো বলেন, খালেদা জিয়াকে সরকার ধুকে ধুকে মারতে চায়। তাই তাকে মুক্তি না দিয়ে জোর করে কারাগারে আটকে রাখা হয়েছে। তাই তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই সাথে তারেক রহমানের সকল মামলা ও সাজা প্রত্যাহার করতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল রাজপথ প্রদক্ষিণ শুরু করলে পুলিশ বাধা দেয়। সমাবেশে বক্তব্য দেন বগুড়া পৌর সভার কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, দেলোয়ার হোসেন পশারী হিরু ও তৌহিদুল ইসলাম বিটু, সাবেক বিএনপি নেতা শাহ মেহেদী হাসান হিমু, শাহাবুল আলম পিপলু, আলী মুররাজি তরুন, বেলাল হোসেন নান্নু, শফিকুল ইসলাম শফিক ,সাবেক ছাত্রদল নেতা আবু জাফর জেম্স, রবিউল আউয়াল, স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা জহুরুল ইসলাম পলাশ, আবু নূর মোঃ ওয়ালিদ, আতিকুর রহমান আতিক, বুলবুল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ