বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ধানবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে তরিকুল (৩৫) নামে ধান কাটার এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩ শ্রমিক।
আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। তিন তরিকুল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৭৬ বিজি গ্রামের রাকিবউদ্দিন কালুর ছেলে।
গোমস্তপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নওগাঁর নিয়ামতপুর থেকে ধানবোঝাই একটি ট্রাক আড্ডা-ধানসুরা সড়কের শেরপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ধানে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যায়।
দুর্ঘটনায় আহত শ্রমিকদের রহনপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে গোমস্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।