Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিংয়ের আগেই পরিচালকের বিদায়, চিত্রনাট্য অক্ষয়ের হাতে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ৪:০৪ পিএম

সিনেমার কাজ শুরু হওয়ার আগেই বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মুক্তি পায় অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষী বোম্ব’ সিনেমার প্রথম পোষ্টার। সেখানে রূপান্তরকামীর চরিত্রে সবাইকে চমকে দিয়েছিলেন অক্ষয় কুমার। কিন্তু এরপরেই শুরু হয় বিতর্ক। গতকাল টুইটারে এই সিনেমার পরিচালক একটি খোলা চিঠি লেখেন। তার অভিযোগ এটা তাকে না জানিয়েই করা হয়েছে অর্থাত্ ‘লক্ষী বোম্ব’ সিনেমার প্রথম ঝলক পোষ্টার মুক্তি পেয়েছে যেটা নিয়ে নাকি বেজায় চটেছেন পরিচালক রাঘব।

তিনি টুইটারে খোলা চিঠি লিখে জানিয়েছেন, ‘আমার বন্ধুদের আমি জানাতে চাই, তামিলে একটা কথা আছে যে ঘরে আপনার ইজ্জত নেই সেই ঘরে পা রাখবেন না। এই পৃথিবীতে পয়সা ও ফেমের থেকে আত্মসম্মানটা অনেক বড়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ‘লক্ষী বোম্ব’র প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। আমি কারণটি এখানে জানাতে চাই না। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে আমাকে না জানিয়ে একটা অদ্ভূত পোষ্টার সোশ্যাল মিডিয়াতে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। এমনকি কোনও প্রযোজনা সংস্থার কাছ থেকে আমাকে জানানো হয়নি। এটা আমার খুব খারাপ লেগেছে। অসম্মান বোধ করছি এবং খারাপও লাগছে। আমার ধারণা এই আচরন অন্য কোনও পরিচালকের সঙ্গে ঘটেছে কিনা সেটা নিয়ে সন্দেহ।’

এদিকে জানা গিয়েছে এই সিনেমাটি পরিচালনার দায়িত্ব থেকে সরে গেলেও শুটিং বন্ধ হবে না। সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিচালক। রাঘব জানিয়েছেন, ‘আমি ভেবেছিলাম এই সিনেমার চিত্রনাট্যটি আটকে রাখব। কিন্তু অক্ষয় স্যারের প্রতি ভালোবাসার জন্য সেটা করব না। আমি তার হাতেই চিত্রনাট্য তুলে দিতে চাই।’

কথা ছিল কিছুদিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হওয়ার কিন্তু এই টানাপোড়েনের মাঝে নতুন করে কবে এর শুটিং শুরু হবে সেটা জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অক্ষয় কুমার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ