Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্ষয়ের পারিশ্রমিক ১২০ কোটি রুপি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১:০৯ পিএম

অক্ষয়ের ছবি মানেই হিট। আর সেটাকে পুঁজি করেই এবার বি-টাউনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার তকমা লাগতে যাচ্ছে তার নামের পাশে।

শোনা যাচ্ছে আনন্দ এল রাই পরিচালিত পরবর্তী সিনেমা ‘আতরাঙ্গি’র জন্য ১২০ কোটি রুপি চেয়েছেন অক্ষয় কুমার। অক্ষয়ের এই অবিশ্বাস্য পারিশ্রমিকের দাবি শুনে অবাক হয়েছেন নির্মাতা। অক্ষয় যদি ১২০ কোটি রুপি পারিশ্রমিকে কাজটি করেন, তাহলে তিনিই হতে যাচ্ছেন বলিউডের ইতিহাসে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়ক।

আসন্ন এই ছবিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। সেক্ষেত্রে এতটা পারিশ্রমিক দাবি করাটা কতটা যুক্তিসংগত সেটি ভাবার বিষয়। আর তাই তার এই বিশাল অঙ্কের পারিশ্রমিক চাওয়ার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এর আগে রোহিত ধাওয়ানের ‘ঢিসুম’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয়কে। তবে সেটির জন্য কোনো পারিশ্রমিক দাবি করেননি এই অভিনেতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অক্ষয় কুমার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ