মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলাদেশের তৈরি পোশাকের ওপর শুল্ক আরোপ করেছে তুরস্ক। এতে দেশটির জনগণ সুলভ মূল্যে বাংলাদেশের পোশাক কিনতে পারছে না। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ঢাকা। আজ সোমবার আঙ্কারায় অনুষ্ঠেয় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব করবে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আঙ্কারা থেকে জানান, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে এবং এজন্য শুল্কবাধা দূর করা জন্য চেষ্টা চলছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সেদেশে ২০১৩ সালে বাংলাদেশের রফতানি ছিল ১০০ কোটি ডলারের ওপরে। কিন্তু তিন বছরের ব্যবধানে এই পরিমাণ ১২ কোটি ডলার কমে যায়।
বাংলাদেশে তৈরি পোশাকের পাশাপাশি পাটজাত, চামড়াজাত ও সিরামিক পণ্য তুরস্কে রফতানি করে থাকে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক সব সময় বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে। শুধু তাই নয়, রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তারা আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সরব।
বিষয়টি যাতে আন্তর্জাতিক অঙ্গনে সব সময়ে সরব থাকে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যেন এ বিষয়ে আরও আগ্রহ নিয়ে কাজ করে এমনটাই চায় বাংলাদেশ বলে জানান পররাষ্ট্র সচিব। বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে তুরস্ক এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি জানান।
এ ছাড়া সন্ত্রাসবাদ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় এবং অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব আজকের বৈঠকে আলোচনা করবেন বলে জানান শহীদুল হক। তিনি বলেন, দুই দেশ সব ধরনের সন্ত্রাসের ঘটনাকে নিন্দা করে এবং বিষয়টি কীভাবে প্রতিরোধ করা যায়, সে ব্যাপারেও একে অন্যকে সহায়তা করে থাকে।
বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও উভয় দেশের অবস্থান এক এবং আরও বৃহত্তর পরিসরে এই দুটি দেশ কীভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে, তা নিয়েও আলোচনা করবেন দুই দেশের সচিবরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।