Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে পণ্যের শুল্কমুক্ত সুবিধা চান বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : থাইলেন্ডের বাজারে বাংলাদেশের সব পণ্যের জন্য ডিউটি ও কোটা ফ্রি (শুল্কমুক্ত) বাণিজ্য সুবিধা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সোমবার বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো এবং ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে তিনদিন ব্যাপী সিঙ্গেল কান্ট্রি ফেয়ার “বাংলাদেশ ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এক্সপো-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, থাইল্যান্ডের বাজারে বাংলাদেশি পণ্য রফতানির জন্য ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রয়োজন। থাইল্যান্ড এ মুহূর্তে বাংলাদেশের ৬৯৯৮টি পণ্যের উপর এ বাণিজ্য সুবিধা প্রদান করছে। বাংলাদেশের সব পণ্যের জন্য এ বাণিজ্য সুবিধা প্রয়োজন।
মন্ত্রী বলেন, এতে করে থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের তৈরি পণ্য রফতানি বাড়বে। বাংলাদেশের অর্থনীতি দ্রæত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি স্পেশাল ইকনমিক জোন গড়ে তুলছে। বিভিন্ন দেশ সেখানে বিনিয়োগ করছে। থাইল্যান্ড এখানে বিনিয়োগ করলে সরকার চাহিদা মোতাবেক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে এ অঞ্চলে অনেক এগিয়ে। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এসময় থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী মিসেস এপিরাদি টানট্রাপোর্ন বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ যাতে থাইল্যান্ডের বাজারে রফতানি বৃদ্ধি করতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে ডাক, টোলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী তারানা হালিম এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ডে পণ্যের শুল্কমুক্ত সুবিধা চান বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ