পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ভারতের বাজারে বাংলাদেশী পণ্য শুল্কমুক্ত রফতানির সুযোগ দেয়ার কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যের পরিমাণ দ্রæত বাড়ছে। বর্তমানে দু’দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ বেড়ে ৬ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে উপনীত হয়েছে। গতকাল সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সম্মেলন কক্ষে ‘দ্য থার্ড কোয়ার্টারলি লাঞ্চন মিটিং ২০১৬’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ থেকে ভারতে রফতানি ২০০১ থেকে বর্তমান সময় পর্যন্ত ছয় গুণ বেড়েছে। গত বছরে ভারতে রফতানি বেড়েছে ৫০ শতাংশ। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে রফতানি বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। তিনি বলেন, বাংলাদেশে মানসম্মত উৎপাদনমুখী শিল্প গড়ে উঠেছে। কিছু কোম্পানি ভারতে বিনিয়োগের সক্ষমতা অর্জন করেছে। ভারতের বড় বড় কিছু কোম্পানি বাংলাদেশে ব্যবসা স¤প্রসারণ করেছে।
তিনি আরো বলেন, ভারতের পর্যটন খাতের আয়ে বৃহৎ অবদান রয়েছে বাংলাদেশের। বহুমুখী ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পাঁচ বছরের জন্য ভারতের ভিসা পাবেন। বাংলাদেশের সা¤প্রতিক সময়ের সন্ত্রাসী হামলার বিষয় উল্লেখ করে হর্ষ বর্ধন বলেন, সন্ত্রাস মোকাবেলায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।
এমসিসিআই সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, আমদানি-রফতানি বাধাপ্রাপ্ত হয় দুর্বল অবকাঠামোর কারণে। এর মধ্যে রয়েছে সরু রাস্তা, ক্লিয়ারেন্স পাওয়ার জন্য অপেক্ষমাণ ট্রাকের দীর্ঘ সারি এবং সমন্বয়ের অভাব। এসব কারণেই সময় এবং মূল্য বাড়িয়ে দেয় আমদানি-রফতানির। ফলে কেউ লাভবান হতে পারে না। তাই এক্ষেত্রে যৌথ পদক্ষেপের প্রয়োজন রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশীদের জন্য ভবিষ্যতে ভারত অন-অ্যারাইভাল ভিসা দেয়ার পরিকল্পনায় আমরা খুবই আনন্দিত। আমরা আশা করব, এই প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের কোনো বাধা আসবে না। সহজ ভিসা ব্যবস্থাপনা কাজের জন্য খুবই সহায়ক হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।