Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাশারের পর রাজ্জাক

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

২০০৭ ও ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলা আব্দুর রাজ্জাক যাচ্ছেন ২০১৯ বিশ্বকাপে। বাংলাদেশ দলের সঙ্গে অবশ্য যুক্ত হচ্ছেন না রাজ্জাক। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ দূত হিসেবে ইংল্যান্ড বিশ্বকাপে যুক্ত হচ্ছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার।

বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন রাজ্জাক। প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে বড় দায়িত্ব পেয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট পাওয়া এই বোলার।
দুটি বিশ্বকাপ খেলা রাজ্জাক ২০০৭ সালে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি উইকেট পেয়েছিলেন। ২০১১ বিশ্বকাপ দলেও ছিলেন। ইংল্যান্ড, নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন সময়ে একই দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজ্জাক

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ