Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মীরসরাইয়ে ইমামদের নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ৩:৪৫ পিএম

মীরসরাই উপজেলায় মীরসরাই ও জোরারগঞ্জ থানার যৌথ আয়োজনে ইমাম সমাবেশ গতকাল শনিবার সকাল ১১টায় মীরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এই সময় মীরসরাই উপজেলার প্রতিটি মজিদের ইমামদের সাথে উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সম্পন্ন হয়। উক্ত আলোচনা সভায় সকল ইমামদের পক্ষ থেকে ইফতেখার ইসলাম বলেন, আমরা আল্লাহকে বিশ্বাস করে ইমান এনেছি। আমরা মুসলিম। কিন্তু আমরা জঙ্গিবাদকে বিশ্বাস করি না। যারা মুখে মুসলিম বলে কিন্তু মানুষ হত্যা করে তারা মুসলিম হতে পারে না।
এই সময় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই থানার অফিসার জাহেদুল কবির, জোরারগঞ্জ থানা পুলিশের এস.আই আজিজুল হক, মীরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ সহ মীরসরাই ও জোরারগঞ্জ থানার পুলিশ ও মীরসরাই উপজেলা বিভিন্ন মজিদের ইমাম সহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মীরসরাই

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ