Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে নিখোঁজ যুবক রঞ্জনকে খুনের তথ্য প্রকাশ, আটক-১

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৯, ৩:২২ পিএম

মীরসরাই উপজেলার গত ২৬ জুলাই যুবক রঞ্জন রায় (২০) নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর রঞ্জনকে না পাওয়া তার বাবা যতিশ রায় গত ৭ আগষ্ট মীরসরাই থানা সাধারণ ডায়েরী করেন। তার ধারাবাহিকতায় আজ ১ সেপ্টম্বর রঞ্জন রায় এর ব্যবহৃত মোবাইলটি ট্যাগ করে বাদশা নামে একজনকে আটক করে মীরসরাই থানা পুলিশ। বাদশা মীরসরাই উপজেলার তালবাড়িয়া গ্রামের মোঃ লাাদেন এর পুত্র।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ জাহেদুল কবির জানান, আসামী বাদশার তথ্যমতে জানা যায় নিখোঁজ রঞ্জনকে তারা সহপাঠিরা ডেকে নিয়ে গিয়ে আবুতোরাব বড়তাকিয়া সড়কে কালভার্ট এর নিচে হত্যা করে বস্তায় করে সিএনজি যোগে মীরসরাই দুর্গম পাহাড়ের চুড়ায় ফেলে দেওয়া হয়। তার দেওয়া তথ্যমতে ১ সেপ্টেম্বর (রবিবার) ভোর থেকে দুপুর নাগাদ মীরসরাই পুলিশের একটি টিম ও পিআইবি এর ৬ সদস্যের টিম সহ যৌথ পুলিশ অভিযান চালিয়ে মৃতদেহ খুঁজে পায়নি।
তবে মীরসরাইয়ের বন রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মীরসরাই দুর্গম পাহাড়ে শুকর ও শেয়াল সহ কিছু হিং¯্র প্রাণি বসবাস করে। কোন প্রাণীর মৃতদেহ এখানে একদিন পর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবার কথা নয়।
মীরসরাই থানার ওসি আরো জানান আটককৃত বাদশা থেকে হত্যাকারী আরো ৩ সদস্যের সকল তথ্য পাওয়া গেছে। ঘটনার তদন্ত ও আসামীদের আটকের স্বার্থে সকল তথ্য প্রকাশ করা হচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মীরসরাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ