পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অসুস্থ হয়ে বিছানায় থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ নিজের কবরের জন্য জায়গা খুঁজছেন। ইতিমধ্যে কয়েকটি যায়গা সরেজমিনে দেখেছেন বলেও জানা গেছে।
এরশাদের কবরে সম্ভাব্য জায়গা পরিদর্শনে যাওয়া একাধিক ব্যক্তি গণমাধ্যমকে জানিয়েছেন, সাবেক এ রাষ্ট্রপতির ইচ্ছার তাকে যেন ঢাকায় কবরস্থ করা হয় এবং কবরের পাশে যেন মসজিদ ও মাদ্রাসা থাকে।
তবে ঢাকায় যদি এমন স্থান পাওয়া না যায় তাহলে এমন একটি উপযুক্ত স্থান দেখে রংপুরে সমাহিত করার কথা জানিয়ে রেখেছেন তিনি।
ইতিমধ্যে রাজধানীর বনানী কবরস্থানে স্থায়ী জায়গা কেনার বিষয়ে আলোচনা হয়েছে। বারিধারায় আমেরিকান সেন্টারের উত্তরে একটি মাদ্রাসা ও এতিম খানার কাছেও আরেকটি জায়গা দেখা হয়েছে। এছাড়া পূর্বাচলের কাছেও একটি জায়গা দেখা হয়েছে। তবে এগুলোর কোনোটিই এখনো চূড়ান্ত করা হয়নি।
এরশাদের ব্যক্তিগত সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার জানান, এরশাদ সাহেব অফিসটি ছেড়ে দিতে চাচ্ছেন। তাছাড়া বাড়ির মালিকের সঙ্গেও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে অফিসটি ছাড়ার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।