যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
পবিত্র রমজান মাসে বিশ্বের প্রতিটি দেশেই মুসলমানরা রোজা রাখছেন। তবে সময় ও দেশের দূরত্বের কারণে বিভিন্ন দেশে রোজার সময়ও বিভিন্ন। ফিনল্যান্ডের বাসিন্দাদের ২৩ ঘণ্টা রোজা রাখতে হলেও লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় রোজার সময় মাত্র ১১ ঘণ্টা। ২০১৯ সালের হিসাব অনুযায়ী আর্জেন্টিনার মুসলমানরাই সবচেয়ে কম সময় রোজা রাখেন। সেখানে সাহারী থেকে ইফতার পর্যন্ত মোট সময় পাওয়া যায় ১১ ঘণ্টা। এ সময়ের কাছাকাছি অন্য দেশগুলো হলো- চিলি, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও তানজানিয়ার দারুস সালাম।
চিলির সান্তিয়াগোতে ১২ ঘণ্টা ৪ মিনিট, ব্রাজিলের রিওডি জেনেইরোতে ১২ ঘণ্টা ২৮ মিনিট, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ১২ ঘণ্টা ৪ মিনিট এবং তানজানিয়ার দারুস সালামে ১৩ ঘণ্টা ৫ মিনিট রোজা রাখতে হয়।
আমেরিকার মিয়ামি, ভারতসহ কয়েকটি দেশে রোজার সময় থাকে ১৩ থেকে ১৪ ঘণ্টা।
কেনিয়ার নাইরোবিতে ১৩ ঘণ্টা ১৭ মিনিট, ভারতের হায়দরাবাদে ১৪ ঘণ্টা ৯ মিনিট, দিল্লিতে ১৪ ঘণ্টা ৫১ মিনিট এবং আমেরিকার মিয়ামিতে ১৪ ঘণ্টা ২৫ মিনিট রোজা পালন করেন মুসলিমরা।
মধ্যপ্রাচ্যের দেশগুলোও রয়েছে ১৪ ঘণ্টার তালিকায়। ইয়েমেনের সানায় ১৪ ঘণ্টা ৫ মিনিট, ওমানের মাসকাটে ১৪ ঘণ্টা ৩৩ মিনিট এবং সউদী আরবের রিয়াদে ১৪ ঘণ্টা ৩৭ মিনিট সময় থাকে।
বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৪ ঘণ্টা ৪৯ মিনিট সময় ধরে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।