Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজেপি সভাপতিকে কান ধরে ওঠবস করান

মমতার আবেদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ১২:০৫ এএম

বিজেপি সভাপতি অমিত শাহকে কার ধরে ওঠবস করানোর আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার দক্ষিণ কলকাতায় ভোট প্রচারে এসে এ আবেদন জানান মমতা। প্রসঙ্গত সোমবার অমিত শাহ বলেন, মমতা বাংলাকে ‘কাঙাল’ তৈরি করেছেন। এরই জবাবে অমিত শাহকে গণতান্ত্রিকভাবে কান ধরে ওঠবস করানোর আবেদন জানান মমতা। মমতা বলেন, আমাকে যত খুশি গালাগাল দিন। কিন্তু বাংলা মায়ের অসম্মান করলে, বাংলা মাকে গালাগাল দিলে তা বরদাশত করা হবে না।
অমিত শাহকে অপদার্থ উল্লেখ করে মমতা বলেন, কাঙাল শব্দের অর্থ জানেন না ওই অপদার্থ শাহ। ভোটের বাক্সে বিজেপিকে পরাস্ত করে অমিত শাহর বক্তব্যের সমুচিত জবাব দেয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ