Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় গণমাধ্যম কর্মীদের সহিত মতবিনিময় সভা

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ৬:০৭ পিএম

লাইট হাউস কর্তৃক আয়োজনে অস্টোলিয়ান হাই কমিশন এর আর্থিক সহযোগিতায় এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) এর তত্বাবধানে আজ সকাল সাড়ে ১১ টায় লাইট হাউস সম্মেলন কক্ষ, জহরুল নগর বগুড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যহারের মাধ্যমেম নারীর ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় তাৎক্ষণিক সাড়া ও সহায়তা প্রদান প্রকল্পের স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন হারুন অর রশিদ, নির্বাহী প্রধান, লাইট হাউস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিড সারভাইভরস ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম ও রুনা লায়লা। ২০১৭ ও ২০১৯ সালের বগুড়া জেলা কাহালু ও বগুড়া সদর উপজেলায় স্কুল-কলেজ ক্যাম্পেইন, অংশগ্রহণমূলক ক্যাম্পেইন ই-ক্লিনিক, ই ডায়ালকসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচীর মাধ্যমে প্রায় ১৭,৭২৯ জন( নারী-৩১৪৮, পুরুষ-৫২৩৫, বালক-বালিকা-৯৩৫০) নারীর ও মেয়ের শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় তাৎক্ষনিক সাড়া ও সহায়তা প্রদানের উপর সচেতন হয় এবং এই প্রকল্পের মাধ্যমে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতার ১২০টি ঘটনা চিহ্নিতকরণ করা হয় এবং ৯৫ জন নারী অভিযোগ নিষ্পত্তি, ১৫টি মামলা দায়ের, ৭৪ জনকে আইনগত, চিকিৎসা ও মানসিক সেবা প্রদান করা হয়। এ্যাপেস মাধ্যমে দ্রুত সাড়া প্রদানে হেল্প ডেস্কের মাধ্যমে তথ্য প্রযুক্তি ভিত্তিক সতর্কতামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি সেবাপ্রদানকারী সংস্থাসমূহের মধ্যে লিংকেজ ও সমন্বয় কার্যক্রমকে শক্তিশালী করাসহ সহিংসতার শিকার ভুক্তভোগী ব্যক্তিবর্গকে গুনগত স্বাস্থ্য সেবা, আইনী সহায়তা ও মনোসামাজিক সেবা প্রাপ্তি প্রবেশগম্যতা বৃদ্ধি হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মতবিনিময় সভা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ