Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুরে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ২:৩৯ পিএম

গতকাল সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার চরশেরপুর টাঙ্গারিয়া পাড়ায় এক অগ্নিকান্ডে দুটি বসত ঘরসহ অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর টাঙ্গারিয়ার পাড়ার মো: বাদল মিয়ার তালাবন্ধ বসতঘরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাব পত্র, ধান চালসহ অন্তত ৫লক্ষাধিক টাকার মালামালসহ দুটি ঘর পুরে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ পরিবারটি শেষ সম্বল সবই পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। ১৪ এপ্রিল বিকেলে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমাজকর্মী মো: মেরাজ উদ্দিন ক্ষতিগ্রস্থ বাড়ীটি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ