Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কূটনীতিকদের সাথে বিএনপির ইফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের ইফতার পার্টি করেছে বিএনপি। গতকাল (মঙ্গলবার) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী থাকায় ইফতারে আগত অতিথিদের অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রায় ২৭টি দেশের প্রতিনিধি যোগ দেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইফতার পার্টিতে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে ছিলেন- মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, চীনের রাষ্ট্রদূত ঝেং ঝু, ডেপুটি হেড অব মিশন চেন উই, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি অ্যানিক বোরডিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জুলিয়া নিবলেট, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ মিশন জোয়েল রিফম্যান, কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রেফনটেন, পালিটিক্যাল কাউন্সিলর বেরি ব্রিস্টম্যান, তুরস্কের রাষ্ট্রদূত দামরিম ওজতুর্ক, পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকার, ভারতের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেস উইক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেøকেন, আফগানিস্তানের রাষ্ট্রদূত আবদুর রহিম ওরাজ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপ্পু, রেডক্রসের হেড অব ডেলিগেশন ইফতিয়ার আসানালব, ইউইইউর চার্জ দ্য এ্যাফেয়ার্স কংস্টামসন বার্ডাকিস প্রমূখ। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কাতার, লিবিয়া, শ্রীলঙ্কা, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, ভুটান, নেদারল্যান্ড, ইরান, ভিয়েতনাম ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা ইফতার পার্টিতে যোগ দেন।
আমন্ত্রিত কূটনীতিকরা সংরক্ষিত আসনে বসার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মীর মোহাম্মদ নাসির, শওকত মাহমুদ, এজে মোহাম্মদ আলী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান, এনামুল হক চৌধুরী ও গোলাম আকবর খন্দকার কূটনীতিকদের টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের নেতাদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দিলারা চৌধুরী, আইনজীবী ব্যারিস্টার শাহদীন মালিক, ড. বোরহান উদ্দিন ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, তৌফিক ইমরোজ খালিদী, শ্যামল দত্ত, মতিউর রহমান চৌধুরী, সাইফুল আলম, আবু তাহের প্রমূখ। এছাড়াও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহম্মেদ তালুকদার ও ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Alomgir Reza ১৫ মে, ২০১৯, ১০:২৪ এএম says : 0
    খুব ভালো
    Total Reply(0) Reply
  • মনিরুল ইসলাম ১৫ মে, ২০১৯, ১০:২৫ এএম says : 0
    শুধু কূটনীতিকদের সাথে ইফতার করলে হবে না, জনসংযোগ বাড়াতে হবে
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ১৫ মে, ২০১৯, ১০:২৬ এএম says : 0
    সাংগঠনিক যোগাযোগের মাধ্যমে কর্মীদের খোঁজ খবর নিতে হবে এবং তাদেরকে সক্রিয় করতে হবে, এটাই এখন সময়ের দাবি।
    Total Reply(0) Reply
  • আসলাম ১৫ মে, ২০১৯, ১০:২৭ এএম says : 0
    বেগম জিয়া ছাড়া বিএনপির এই ধরনের অনুষ্ঠান কেমন জানি খালি খালি লাগে।
    Total Reply(1) Reply
    • Kawsir ১৫ মে, ২০১৯, ১০:২৭ এএম says : 4
      akdom thik kotha bolesen

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ