Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সার দুশ্চিন্তা বাড়ালেন কুতিনহো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ৭:৪১ পিএম

কোপা ডেল রে’র ফাইনালকে সামনে রেখে আরো একটা ধাক্কা খেলো বার্সেলোনা। ওউসমান দেম্বেলে ও লুইস সুয়ারেজের পর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেলেন আক্রমণভাগের আরেক তারকা ফিলিপ কুতিনহো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ১০দিন সময় লাগবে তার সেরে উঠতে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিবারপুলের বিপক্ষে কুতিনহো নিজেকে মেলে ধরতে পারেননি। গেতাফের বিপক্ষে রোববার লা লিগার ম্যাচে ভাল খেললেও দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরবর্তীতে ক্লাবের টুইটারে জানানো হয়েছে আগামী অন্তত ১০দিন কুটিনহোকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগামী ২৫ মে কোপা ডেল রে’র ফাইনালে আর্নেস্তো ভালভার্দের দলের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। এই ম্যাচে ব্রাজিলিয়ান এই প্লেমেকারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে হাঁটুর অস্ত্রোপচারের কারণে ইতোমধ্যেই ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে লিভারপুল ম্যাচে খেলতে পারেননি দেম্বেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা

১২ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ