Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্রুইফের জন্য এল ক্লাসিকো জিততে চায় বার্সা ৫০ থেকে ৫০০’তে চোখ মেসির

প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গত ম্যাচে আর্জেন্টিনার হয়ে ৫০তম গোল করেছেন। মেসি এবার পুরো ক্যারিয়ারে ৫০০তম গোলের মাইলফলকের সামনে। পেশাদার ক্যারিয়ারে ৪৯৯টি গোল হয়ে গেছে তাঁর। আগামীকাল এল ক্লাসিকো। গত দুই বছর এল ক্লাসিকোতে গোলের দেখা পাননি। ২০১৪ সালের ২৩ মার্চ সর্বশেষ এল ক্লাসিকোতে গোল করেছিলেন মেসি। সেদিন পেয়েছিলেন হ্যাটট্রিকও। এবার পাবেন? পেলেই যে ৫০০তম গোলের মাইলফলকটা এল ক্লাসিকোর মতো ম্যাচে ছোঁয়া যায়। মেসিও চাইছেন। তবে তিনি মানুষটাই এমন, ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভাবেন না। ৫০০ গোল এ ম্যাচে না হোক পরের ম্যাচে তো হবেই। এল ক্লাসিকোতে হলে অবশ্যই ভালো। তবে এটি আরও ভালো হবে, যদি মেসির গোল জয় এনে দেয় দলকে। বার্সেলোনা তারকা বলছেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি ওই অঙ্কটা ছুঁতে পারি, সেটা তো অবশ্যই দারুণ একটা মুহূর্ত হবে। আমরা যদি জিতে ওদের বিপক্ষে এগিয়ে থাকার সুবিধাটা আরও এগিয়ে নিতে পারি, সেটাও হবে দারুণ কিছু।’
আর্জেন্টিনার হয়ে বাছাই পর্বের প্রথম চার ম্যাচে ছিলেন না চোটের কারণে। সেই চার ম্যাচে দলও জিতেছিল মাত্র একটিতে। মেসি ফেরার পর গত দুই ম্যাচে জিতেছে দল। দুই ম্যাচেই মেসির নিজেকে উজাড় করে দেয়া চোখে পড়েছে। মেসিও তৃপ্ত। তবে এই তৃপ্তি ‘আর্জেন্টিনা অধিনায়কে’র, ‘ছয় পয়েন্ট পাওয়ায় আমি খুশি। এই দুই ম্যাচে এটাই ছিল আমাদের লক্ষ্য।’ গত ম্যাচে করদোবার সমর্থকেরা প্রতি মুহূর্তে গলা ফাটিয়েছে। এ জন্যও মেসি ধন্যবাদ দিলেন, ‘আমাদের যেভাবে বরণ করে নেয়া হয়েছে সেটা দারুণ ছিল। আবারও সমর্থকেরা আমাদের দারুণ সমর্থন দিলেন।’
তবে এই ম্যাচটি ব্যক্তিগত অর্জনকে ছাপিয়ে যাবে আরেকটি কারণে। না থেকেও যে ক্যাম্প ন্যুতে এদিন থাকবেন সদ্য প্রয়াত বার্সা কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই তাকে শ্রদ্ধা জানাতে চায় বার্সেলোনা। বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড ও কোচ কিংবদন্তি ডাচ খেলোয়াড় ক্রুইফ ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ২৪ মার্চ না ফেরার দেশে চলে যান। গতকাল এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা জয়ের প্রত্যয়ের কথা বলেন, ‘ক্লাসিকো জয় হবে ক্রুইফকে দারুণ শ্রদ্ধা জানানো। আশা করছি, তার জন্য আমরা জিততে পারব। অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা।’
৩০ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লুইস এনরিকের দল। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৬। ইনিয়েস্তা বলেন, ‘আমাদের বাকি থাকা ম্যাচগুলোর চেয়ে ক্লাসিকোকে অন্যভাবে দেখি না। সবগুলোই ফাইনাল। আমি সব সময়ই মাদ্রিদকে খুব বিপজ্জনক ও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখি। আমাদের যা করতে হবে তা না করলে কাজটা ঠিকমতো হবে না।’
এ মৌসুমে লিগের প্রথম দ্বৈরথে রিয়ালের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যু’য়ে লিগের প্রথম ম্যাচে কী হয়েছিল সেটা নিয়ে এখন বার্সেলোনায় কেউ আর ভাবছে না বলে জানান ইনিয়েস্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রুইফের জন্য এল ক্লাসিকো জিততে চায় বার্সা ৫০ থেকে ৫০০’তে চোখ মেসির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ