Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জিন্নাহ প্রধানমন্ত্রী হলে ভারত ভাগ হতো না’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

জওহরলাল নেহেরু যদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে ‘জেদ না করতেন’ এবং মোহাম্মদ আলী জিন্নাহকে ওই পদে বসাতেন তাহলে ভারতবর্ষ ভাগ হতো না বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি দলীয় (ভারতীয় জনতা দল) প্রার্থী গুমান সিং দামোর । তিনি মধ্যপ্রদেশের রাতলাম লোকসভা আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন বলে জানিয়েছে এনডিটিভি। শনিবার এক নির্বাচনী প্রচার সমাবেশে বিজেপি এ প্রার্থী বলেছেন, “ভারতের স্বাধীনতার সময় জওহরলাল নেহেরু যদি প্রধানমন্ত্রীত্ব বিষয়ে একগুঁয়ে আচরণ না করতেন, তাহলে দেশভাগ হতো না। মোহাম্মদ আলী জিন্নাহ একজন আইনজীবী ও শিক্ষিত লোক ছিলেন। যদি জিন্নাহকে প্রধানমন্ত্রী করা হতো, তাহলে দেশ ভাগ হতো না। দেশ ভাগের মূল দায় কংগ্রেসেরই।” ক্ষমতায় ফের আসীন হওয়ার লক্ষ্যে এবারের লোকসভা নির্বাচনের প্রচারে জাতীয় নিরাপত্তা ও পাকিস্তানবিরোধী অবস্থানেই বেশি জোর দিচ্ছে হিন্দুত্ববাদী দল বিজেপি। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ