বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উঠতি বোরো ধানের নায্য দাম না পেয়ে নওগাঁর ধামইরহাটে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।
রোববার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ধামইরহাট উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে স্থানীয় সংগঠন ‘মানব সেবা’র ব্যানারে মানববন্ধন করেন তারা। এতে কৃষক ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।
কর্মসূচিতে অংশ নিয়ে কৃষকরা বলেন- নতুন বোরো ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। প্রতি মণ ধানে লোকসান হচ্ছে তিন থেকে চারশ’ টাকা। অন্যদিকে মৌসুমী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ধান কেনায় চরম বিপাকে পড়েছেন ধান চাষিরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধামইরহাট এমএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ধামইরহাট পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক, ধানচাষি আবুল কালাম, আলাউদ্দিন, মানব সেবা’র সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।
কর্মসূচি থেকে সরকারিভাবে বেঁধে দেওয়া দর নিশ্চিত করতে ধানের দাম বৃদ্ধি ও হাটগুলোতে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।