Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অর্ধশতাধিক বাংলাদেশি নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১০:১৫ এএম

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে নিহত ৬০ জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। রেড ক্রিসেন্ট এই তথ্য জানিয়েছে।

তিউনিসিয়ার উপকূলের কাছে গত বৃহস্পতিবার রাতে নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় গত শুক্রবার তিনজনের লাশ উদ্ধার করা হয়।

তিউনিসিয়ায় রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, নৌকাটিতে প্রায় ৭৫ জন আরোহী ছিলেন। তাঁদের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ৫১ জনই বাংলাদেশি।

তিউনিসিয়ার জেলেরা নৌকার আরোহীদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে ১ শিশুসহ ১৪ জন বাংলাদেশি।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, অভিবাসীবাহী নৌকাটি বৃহস্পতিবার লিবিয়ার জুওয়ারা থেকে রওনা হয়। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাটি প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে ডুবে যায়।

চলতি বছর এটিই অভিবাসনপ্রত্যাশী বহনকারী কোনো নৌকাডুবির সবচেয়ে বড় ঘটনা।

ইউএনএইচসিআরের তথ্যমতে, চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে অন্তত ১৬৪ জন মানুষের মৃত্যু হয়েছে।



 

Show all comments
  • Ivan ১২ মে, ২০১৯, ১০:৫৮ এএম says : 0
    উন্নয়নের জোয়াড়ে বাংলাদেশ। তো এরা বাংলাদেশের মত এত উন্নত দেশ ছেড়ে ইতালীর মত গরীব দেশে মরতে গেল কোন দুঃখে। আমি বুঝি না এদের মাথায় কি? রেপ আর দূর্নীতির উন্নয়নে প্রতিদিন প্রাণ ওষ্ঠাগত।
    Total Reply(0) Reply
  • ash ১২ মে, ২০১৯, ১২:১৩ পিএম says : 0
    WNNOONER JOARE DESHER SHADHARON MANUSH DESH THEKE VAGGTESE, EVEN MRITTUKEO TARA CARE KORCHE NA !! KARON WPAY NAI !! AKTAI ASHA BUKE NIE JODI OPAR JETE PARI ??? AI HOCHE AMADER WOOONONER JOARE VASHA BANGLADESHER ASHOL CHITRO
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকাডুবি

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ