Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

তিতাস নদীতে ট্রলারডুবি : ১৩ জনের লাশ উদ্ধার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৮:৪৬ পিএম | আপডেট : ৯:১২ এএম, ২৮ আগস্ট, ২০২১

তিতাস নদীতে বিজয়নগরের চম্পকনগরের থেকে ছেড়ে যাওয়া ট্রলারডুবির ঘটনা ঘটেছে। উপস্থিত অন্য ট্রলারের যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায় চম্পকনগর নৌকা ঘাট থেকে ৪:৩০ মিনিটে ছেড়ে যাওয়া ট্রলার এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষে যাত্রীবাহী ট্রলার ডুবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন গ্রীন লাইফ মেডিকেল কলেজের ছাত্র রয়েছে। ট্রলারটি উদ্ধার করার চেষ্টা চলছে। উদ্ধারের পর নিখোঁজ যাত্রীদের লাশ আরও পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) বিকেল পৌনে ৬ টায় বিজয়নগরের শেখ হাসিনা সড়কের লইছকা বিল এলাকার নদীতে এ ঘটনাটি ঘটেছে।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৯৯৯ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে পারিনি। জেনে জানাতে পারবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌকাডুবি

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ