Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ৩৮ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ২

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ৫:৫৯ পিএম

নেত্রকোনা ট্রাফিক পুলিশ শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের অজহর রোডে ইঞ্জিন চালিত অটোরিক্সা থেকে ৩৮ লিটার দেশীয় মদসহ দু’জনকে আটক করেছে। 

আটককৃতরা হচ্ছে, জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের বীণা চরণ দাসের ছেলে মন্টু রবি দাস (৫৫) ও মোঘল চাঁনের ছেলে মোফাজ্জল মিয়া (৪৫)।
ট্রাফিক সার্জেন্ট শফিকুল ইসলাম জানান, অজহর রোডে লাইসেন্স চেক করার জন্য অটোরিকশাটিকে সিগন্যাল দেওয়া হলে অটোরিক্সার চালক সিগন্যাল অমান্য করে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। ট্রাফিক পুলিশ অটোর পিছনে ধাওয়া করে সেটির পথরোধ করে। অটোরিক্সা চালক গাড়ীর লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। এ সময় অটোরিক্সা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে ট্রাফিক পুলিশ অটোরিক্সায় তল্লাশি চালিয়ে ৩৮ লিটার দেশীয় মদ উদ্ধার করে। পরে পুলিশ মদ বহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ এবং চালক মোফাজ্জল মিয়া ও মদ বিক্রেতা মন্টু রবি দাসকে আটক করে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনা

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ