বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁর মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমন হোসেন (২২) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইমনের দুই বন্ধু আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাঁকাপুর গ্রামের একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমন হোসেন উপজেলার প্রসাদপুর বাজারে অ্যালুমিনিয়াম-থাইয়ের দোকানে কাজ করতেন। ইমন তার দুই বন্ধু মানিক ও জুয়েলকে নিয়ে মোটরসাইকেলে চৌবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দেলুয়াবাড়ী-চৌবাড়িয়া সড়কের বাঁকাপুর গ্রামের একটি ইটভাটার কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ইমন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মানিক ও জুয়েল গুরতর আহত হলে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাফর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।