পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে গতকাল নজিরবিহীন পদোন্নতি দেয়া হয়েছে। একদিনে ৮ জন নেতাকে দলের সর্বচ্চো নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য এবং একজনকে চেয়ারম্যানের উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ এই সাংগঠনিক নির্দেশ দেন। কাউন্সিল বা বিশেষ সম্মেলন ছাড়া একদিনে ৮ জনকে প্রেসিডিয়াম সদস্য পদে মনোনীত করায় নিয়ে দলের ভিতরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
এরশাদ গতকাল সাংগঠনিক নির্দেশনায় প্রেসিডিয়াম পদে যাদের নিয়োগ দিয়েছেন তারা হলেন, সৈয়দ দিদার বখত (সাতক্ষিরা), কাজী মামুনুর রশিদ (ব্রাক্ষণবাড়িয়া, জাফর ইকবাল সিদ্দিকী (নিলফামারী), নাজমা আক্তার এমপি (ফেনি), আব্দুল সাত্তার মিয়া (গাজীপুর), আলমগীর সিকদার লোটন ( নারায়ণগঞ্জ), এমরান হোসেন মিয়া (চাঁদপুর), মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল এমপি (নিলফামারী)। দলের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয় এদের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগ চলতি মে মাসেই কার্যকর হবে।
অপর এক সাংগঠনিক নির্দেশে মাহমুদুর রহমান মাহমুদকে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়। ওই নিয়োগও মে মাস থেকেই কার্যকরা হবে বলে জানানো হয়। হঠাৎ ৮ জনকে প্রেসিডিয়াম সদস্য করার প্রতিবাদে জাপার সিনিয়র যুগ্ম-মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, শীর্ষ নেতৃত্বের অযোগ্যতার প্রতিবাদে পদত্যাগ করলাম। এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে চলছেন। এরশাদকে অসুস্থ অবস্থায় একটি মহল পার্টির ভিতর যেভাবে প্রমোশন দিচ্ছে তা মেনে নেয়া যায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।