বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে টমটম ও ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৩ জন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের ডুলহাজারা-সাপেরগারা সড়কের পাগলির আগাস্থ সানমার রাবার বাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মৃত নুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫০), পেটান মিয়ার ছেলে আবু তালেব (৩২) ও রশিদ আহাম্মদের ছেলে স্কুলছাত্র মো. ইব্রাহিম (১৫)। তিনজনই ইউনিয়নের ২নং ওয়ার্ড পাগলির আগা কুরুককপাতা ঝিরির বাসিন্দা। আহতদের ঘটনার পরপরই স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ডাম্পার গাড়ির (ঢাকা-ও ২০৫) ড্রাইভার পালিয়েছে।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে এবং পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে পাশের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।