Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ গ্রেফতার ৮

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০১৯, ৪:৩৯ পিএম

ঝিনাইদহের শৈলকুপা বাজারে সোমবার রাত ৮টার দিকে আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপ তৈয়ব খান ও আশরাফুল আজম খানের সমর্থবদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক পুলিশসহ ৫ জন আহত হয়েছেন। এ সময় শ্যামলী, নিউএসবি ও স্কাইলাইন কাউন্টার হামলা চালিয়ে কয়েকটি বাস ভাংচুর ও যাত্রীদের মালামাল বিনষ্ট করে। সোমবার রাতে আওয়ামীলীগের আজম ও তৈয়বের কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র ঢাল, সড়কি নিয়ে শহরে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২০ মিনিট শহর জুড়ে চলে সংঘর্ষ। এসময় থানার এএসআই অয়াজ ও সাংবাদিক শিহাব মল্লিকসহ ৫ জন আহত হয়। বাজার-ঘাট রণক্ষেত্রে পরিণত হয়। হাট-বাজার ছেড়ে পালিয়ে যায় সাধারণ মানুষ। শ্যামলী, নিউএসবি সহএকাধিক বাস কাউন্টার ভাংচুর করা হয়েছে। স্কাইলাইন পরিবহনের একটি বাস ভাংচুর করা হয়। বাসের মালিক বাদল অভিযোগ করছেন নৌকার পক্ষে নির্বাচন করায় তাদের বাস ভাংচুর করা হয়েছে। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি বর্ষন করে। এ ঘটনায় পুলিশ উভয়পক্ষের ৮ জনকে আটক করেছে। শহর জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, রাতেই পরিস্থিতি স্বাভাবিক করতে ৮ জনকে গ্রেফতার করে মঙ্গলবার কোর্টে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলার পক্রিয়া চলছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ