ফেনীতে ট্রেনের ধাক্কায় পেয়ারা বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলস্টেশনে অদূরে এ দূর্ঘটনা ঘটে। নিহত পেয়ারা বেগম ফেনী শহরের টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
ফেনী রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন উর রশিদ জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় তার কোলের শিশুটি ছিটকে দূরে পড়ে। দূর্ঘটনার পর স্থানীয়রা গুরুত্বর আহত গৃহবধূকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনালের হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের ভূইয়া জানান, মাথায় অতিরিক্ত আঘাতের কারণে ভর্তির কিছুক্ষণ পর ওই নারীর মৃত্যু হয়। তবে তার শিশু সন্তানটির তেমন কোন ক্ষতি হয়নি।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আড়াই’শ শয্যা জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।