Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা পালিত

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৩৬ এএম

লাখ লাখ জাকেরান-আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিদের আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শেষ হয় বুধবার। পীর ছাহেবের বড় ছেলে মাহফুজুল হক জাকেরান ও আশেকানদের সাথে মোনাজাতে অংশ নেন।
বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব ফরিদপুরীর মৃত্যু দিবস উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে দেশ-বিদেশের কয়েক লাখ মানুষ অংশ নেন। পীরছাহেব ২০০১ সালের ৩০ এপ্রিল ইন্তেকাল করেন। মঙ্গলবার মাগরিব নামাজের জামাতে কয়েক লাখ মুসল্লি ফরজ ও সুন্নত নামাজ আদায়শেষে দুই রাকাত করে তিন দফায় নফল নামাজ আদায় এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এর ওয়াজ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ছাড়াও খাদেমবৃন্দ শরিয়ত, তরিকত, হকিকত ও মারেফত-এর বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন। এ মাহফিলে ওলামায়ে কেরামগণ পীর ছাহেবের জীবনাদর্শসহ ইসলামের পথে তার অবদানের কথাও তুলে ধরেন। পীর ছাহেবের ইন্তেকালের সময়কে নির্দিষ্ট করে রাত ১টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ফজরের নামাজের আজান পর্যন্ত কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং তরিকতের ফয়েজ প্রচারের পরে সুন্নত ও ফরজ নামাজের পরে ফাতেহা ও খতম আদায় করা হয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব জাকের মঞ্জিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ