পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
লোহিত সাগরের জেদ্দা উপক‚লে এক ইরানি তেল ট্যাংকারের ২৪ ক্রুকে উদ্ধার করেছে সউদী আরব। ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়ায় জাহাজটি থেকে সহায়তা চাওয়া হলে তাদের উদ্ধার করে সউদী কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দেশটির বার্তা সংস্থা এসপিএ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
জেদ্দা ইসলামিক বন্দর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণপ‚র্বে নৌযান হ্যাপিনেস-১ এবং তার ২৬ ক্রু সদস্যকে পাওয়া গেছে। ইঞ্জিন বিভ্রাট ও নিয়ন্ত্রণ হারানোর পর তেল ট্যাংকারটির ক্যাপটেনের কাছ থেকে উদ্ধারের অনুরোধ আসে। তাদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। সউদী কোস্ট গার্ড মুখপাত্রের বরাতে এসপিএ জানিয়েছে, তাদের উদ্ধারে জাতিসংঘে ইরানি প্রতিনিধি দলের চার্জ ডি’অ্যাফেয়ার্সের কাছ থেকে সউদী আরবের স্থায়ী প্রতিনিধি দলের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধ এসেছিল।
খবরে বলা হয়েছে, ক্রুদের উদ্ধারে সব ধরনের পূর্ব সতর্কতা অবলম্বন করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় যাতে পারিপার্শ্বিক কোনো ক্ষতি না হয়, সেদিকেও নজর দেয়া হয়েছে। ইরানি ওই ট্যাংকার থেকে সমুদ্রে তেল ছিটকে পড়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।