Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাভারে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ২:০৭ পিএম

ঢাকার সাভারে যাত্রীবাহী বাস চাপায় নুরজাহান বেগম (২৮) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়। সে উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপের পোশাক কারখানার শ্রমিক।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা মধুমতি টাইলস এর সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, সকালে উলাইল এলাকায় আল মুসলিম গ্রুপের কারখানায় যাওয়ার পথে ওই পোশাক শ্রমিক মধুমতি টাইলস এর সামনে পৌছেলে পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিক নিহত হয়।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
তিনি জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ